অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেস্ট ৩টি টেক্সট এডিটর | 3 Best Text Editing Apps For Android

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের জন্য পাঁচটি বেস্ট টেক্সট এডিটর অ্যাপ শেয়ার করব।

আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে আমাদের হাতের স্মার্টফোন অথবা ট্যাবলেট লেখালেখি করি। কারণ আমাদের মধ্যে অনেকেই হয়তো স্টুডেন্ট এবং পোর্টেবিলিটি বা সহজলভ্যতার জন্য মোবাইল ফোন ব্যবহার করি। তাই একটি ভালো অ্যাপ আমাদের অ্যান্ড্রয়েড ফোনে লেখালেখি করার পারফরম্যান্স অনেকটা বাড়িয়ে দিতে পারে। সেই দিক বিবেচনা করেই আজকের আমাদের এই পোস্টটি সাজানো হয়েছে। তাই বেশী কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক।

১. Monospace

আমাদের লিস্টে এক নাম্বারে যেই অ্যাপটিকে রাখা হয়েছে তার নাম হলো মনোস্পেস। মনোস্পেস অ্যান্ড্রয়েডের বেস্ট টেক্সট এডিটর গুলোর মধ্যে একটি। এর ইউ আই খুবই ইউজার ফ্রেন্ডলি তাই ভালো করে লেখালেখির জন্য ফোনের স্ক্রিনে পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। এই অ্যাপটিতে লেখার সাথে সাথে লেখা বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা সহ আরো বিভিন্ন ধরনের ফরমেটিং অপশনস পেয়ে যাবেন। তাছাড়া এই অ্যাপটি খুবই লাইটওয়েট। এই অ্যাপটির সাইজ মাত্র ৫ মেগাবাইটস। তাই যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোন লেগ ছাড়াই ব্যবহার করা যাবে। এই অ্যপটি প্লে স্টোর থেকে মোট এক লক্ষ্যের বেশি বার ইনস্টল করা হয়েছে এবং প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৪। আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০.৩ অথবা এর উপরে হলেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করুন

২. iA Writer

আইএ রাইটার অ্যাপটিও অ্যান্ড্রয়েডের জন্য অনেক ভালো একটি টেক্সট এডিটর অ্যাপ। এতে প্রথম অ্যাপটির তুলনায় কিছু ফিচারস্ বেশি রয়েছে যার কারনে এই অ্যাপটির সাইজও প্রথম অ্যাপটি থেকে বেশি। এই অ্যাপটির সাইজ ১৯ মেগাবাইটস। এই অ্যাপটিতে বিল্ট-ইন ফাইল ম্যানাজার এবং সার্চ অপশন রয়েছে যার ফলে খুব সহজেই যে কোন ফাইল অ্যাপ থেকেই খুজে বের করতে পারবেন। এই অ্যাপটি যাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০ অথবা এর উপরে শুধু তারাই ব্যবহার করতে পারবেন। তাই অনেকের ফোনেই এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন না। আর এই অ্যাপটি প্লে স্টোর থেকে মোট ৫০ হাজার এর বেশি বার ইনস্টল করা হয়েছে। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করুন

৩. QuickEdit

অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত টেক্সট এডিটরের মধ্যে QuickEdit অন্যতম। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ৫ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। টেক্সট এডিটরের পাশাপাশি কোড এডিটর হিসেবেও এই অ্যাপটি বহুল ব্যবহৃত হয়। আর আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১ অথবা এর উপরে হলেই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এবং এর সাইজ মাত্র ৯ মেগাবাইটস। এতে নাইট মোড রয়েছে যার ফলে রাতেও কোন অসুবিধা হবে না। তাছাড়াও আর অনেক ফিচারস্ আপনারা এই অ্যাপে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করুন

আশা করি আজকের টিউনটি আপনাদের ভাল লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।

Al Sayeed

Hi, I am Al Sayeed. I live in Bangladesh. I like Blogging. I am a student of Computer Science & Technology.

*

Post a Comment (0)
Previous Post Next Post