ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে | How to Download Videos from Facebook
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় সেই বিষয়ে আলোচনা করব। ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। একে একে সকল পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন মূল টপিকে আসা যাক।
{tocify} $title={Table of Contents}
ফেসবুক ভিডিও ডাউনলোডার (Facebook Video Downloader) ঃ
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় হলো ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করা। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে “ফেসবুক ভিডিও ডাউনলোডার কি?” আবার অনেকেই হয়তো বিষয়টি আগে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় এমন কোন অ্যাপ বা ওয়েবসাইট বা এমন যে কোন টুলকেই ফেসবুক ভিডিও ডাউনলোডার বলতে পারবেন। ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা অনেক সেফ। কারণ, সেখানে আপনার ফেসবুক একাউন্টে লগিন করার কোন প্রয়োজন হয়না। তো কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক।
ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমেই একটি নির্দিষ্ট ফেসবুক ভিডিও ডাউনলোডার অ্যাপ অথবা ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর ফেসবুক থেকে যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংকটি কপি করে নিতে হবে। এবার ফেসবুক ভিডিও ডাউনলোডারে কপি করা ভিডিওর লিংকটি পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড করার বিভিন্ন অপশন পেয়ে যাবেন।
ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে গুগলে অথবা প্লে স্টোরে সার্চ দিলেই সহজে ফেসবুক ভিডিও ডাউনলোডার পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি বেস্ট ফেসবুক ভিডিও ডাউনলোডার এর লিঙ্ক লিস্ট দেওয়া হল।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এপস (Facebook Video Downloader Apps) ঃ
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট (Facebook Video Downloader Websites) ঃ
- https://downvideo.net/
- https://fdown.net/
- https://www.getfvid.com/
- https://snapsave.app/
- https://smallseotools.com/facebook-video-downloader/
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার (Facebook Video Downloader Software) ঃ
Name | Facebook Video Downloader By Tomabo |
---|---|
File Size | 25.7 MB |
OS | Windows 10 / 8 / 7 / Vista |
Download LInk | Download or, Download |
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এক্সটেনশন (Facebook Video Downloader Extension) ঃ
সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা (Download Videos from Facebook) ঃ
ইতিমধ্যে আমরা ফেসবুক ডাউনলোড নিয়ে আলোচনা করেছি। এবার আমরা কোন ফেসবুক ডাউনলোডার ছাড়া কিভাবে সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এই পদ্ধতিটি আগের পদ্ধতি থেকে কঠিন মনে হতে পারে। কারণ, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায় হলো ফেসবুক ভিডিও ডাউনলোডার ব্যবহার করা। তাছাড়া অন্য সকল পদ্ধতিই তুলনামূলক কঠিন বলা যায়।
সরাসরি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রেও আপনাকে প্রথমে ভিডিওটির লিংক কপি করে নিতে হবে। কপি করা লিংকটি দেখতে অনেকটা এরকম (https://www.facebook.com/pagename/videos/1746376489326/) হবে। এবার লিংকটি থেকে www কেটে দিয়ে www এর জায়গায় mbasic দিন। তখন ভিডিওর লিংকটি দেখতে এমন হবে (https://mbasic.facebook.com/pagename/videos/1746376489326/)। এবার আপনার ফোনের অথবা ডেক্সটপের যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে নতুন লিংকটি প্রবেশ করুন। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, উক্ত ব্রাউজারে আগে থেকেই আপনার ফেসবুক আইডিটি লগইন করে রাখবেন। এবার আপনি ভিডিওটি ব্রাউজারে দেখতে পাবেন। ভিডিওটির উপর ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে। কিছু কিছু ক্ষেত্রে ডাউনলোড হওয়ার পরিবর্তে ভিডিওটি প্লে হতে পারে। সেক্ষেত্রে ভিডিও প্লেয়ার এর নিচে মোর অথবা থ্রি-ডট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। আর এত ঝামেলা করতে না চাইলে উপরে দেওয়া ভিডিও ডাউনলোডার থেকে যে কোন একটি ডাউনলোডার ব্যবহার করে ফেসবুক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারেন।
আশা করি আজকে টপিকটি আপনাদের ভাল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে এই টপিকটি শেয়ার করে তাদেরকেও এই ট্রিকটি জানার সুযোগ করে দিন। খুব শীঘ্রই চলে আসবে আরও নতুন টপিক নিয়ে। তাই এসব টপিকগুলো পড়ার জন্য আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুন। আল্লাহ হাফেজ।