সেরা শুভ জন্মদিন মেসেজ বাংলা ২০২৩

জন্মদিন প্রত্যেকটি মানুষের কাছেই একটি বিশেষ দিন। এই দিনে সবাই তার প্রিয় মানুষেরগুলোর কাছ থেকে একটি শুভেচ্ছাবার্তা পেতে চায়। একটি স্পেশাল শুভেচ্ছা বার্তা প্রিয় সম্পর্কগুলোকে করে তুলে আরো স্পেশাল। তাই আমাদের আজকের সম্পূর্ণ টপিকটি সাজানো হয়েছে স্পেশাল সব Happy Birthday Wish এসএমএস এবং জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও ছবি দিয়ে। আপনিও এসব Happy Birthday SMS আপনার প্রিয়জনকে পাঠানোর মাধ্যমে হয়ে উঠতে পারেন তার আরো প্রিয় ব্যক্তি।

শুভ জন্মদিন মেসেজ ২০২২


বিভিন্ন সম্পর্কের ব্যক্তিকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলোকে সাজানো হয়েছে।


সেরা শুভ জন্মদিন মেসেজ বাংলা (Best Bengali Happy Birthday Messages):

  • তোমার স্বপ্ন গুলি পূর্ণতা পাক, আশীর্বাদে ভরা থাকুক তোমার ভবিষ্যৎ, আজকের দিনটি আনন্দে কাটাও। শুভ জন্মদিন।


  • আসুক ফিরে এমন দিন, হয়ে উঠুক তোমার জীবন রঙিন। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন।
  • স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।~শুভ জন্মদিন~
  • মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। ..শুভ জন্মদিন..
  • ফুলের হাসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে, লাগছে আজ অনেক রঙিন, অলিরা গানে গানে ফুলের কানে কানে, বলছে আজ সেই শুভ দিন। ****শুভ জন্মদিন****
  • মুছে দিও পুরোনো বেদনা, খুলে দিও মনেরই জানালা, ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি, ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা। ~শুভ জন্মদিন~
  • হাসি ভরা মুখ হৃদয়ে থাকা সুখ, ভেসে যাক তোমার সাথে, পায়ে পায়ে রোজ হোক সবুজ, ভবিষ্যত তোমার হাতে, ভালো যত আছে সব, ঘিরে থাক তোমায়, এমন শুভক্ষণে তোমাকে, জন্মদিনের শুভচ্ছা জানাই। ****হ্যাপি বার্থডে****
  • সব তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।
  • স্বাশত এই জন্মদিন তোমার, স্বগত হোক বার বার, ধরণীর ম্লান অভ্র কুঞ্জে, রূপ রঙে করুক আবার, ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি, তোমার হাসির ছোয়া লেগে, সুরভিত হোক সকল প্রাণী। ****শুভ জন্মদিন****
  • তোমার বিশেষ দিনে, কামনা করি তোমার জীবন আনন্দে ভরে উঠুক, সুখে থাকো সারাজীবন। শুভ জন্মদিন।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর!!
  • আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে, বলেগেলো শুভ সকাল, আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে, রাঙিয়ে মনের দেয়াল, আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো. হৃদয়ে তোমার খেয়াল। *** হ্যাপি বার্থডে ****
  • ফুলের হাসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে, করেছে ভুবন রঙ্গীন, তোমাকে জানায় হৃদয় থেকে ~শুভ জন্মদিন~


  • শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
  • আসুক ফিরে দিনটি বারবার, ভালো কাটুক বছরটা তোমার, প্রিয়জনের সঙ্গে থাকো ভালো, ভরে উঠুক জীবনে তোমার আলো, শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা।
  • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ, ৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য, ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য। ~শুভ জন্মদিন~
  • কামনা বাসনা স্বপ্ন সাধনা, তুমি প্রদীপের আলো, তোমার হাসিতে তোমার খুশিতে, ভুবন লাগে ভালো, পৃথিবী যত দিন থাকবে, ততোদিন থাকুক তোমার ঐ হাসি, অনেক বড় হও, দেখুক তোমাকে এই বিশ্ববাসী। ***Subho Jonmodin***
  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ! তোমার জন্যে সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে… কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে! শুভ জন্মদিন।
  • ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে, খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে, পৃথিবীর শত ভুল আর বেদনা থাকুক আমার, শুভ হোক আনন্দের হোক জন্মদিন তোমার। ****শুভ জন্মদিন****
  • ঈশ্বরের আশীর্বাদে তোমার, প্রতিটি দিন কাটুক, নতুন নতুন সুখের আতিশয্যে। আর তোমার চারিপাশে ছড়িয়ে, থাকুক খুশির নানান আভাস। আজকের এই শুভক্ষণে তোমাকে জানাই, শুভ জন্মদিন।


বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Message For Friend):

  • বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই আমরা সবসময় চেষ্টা করি আমাদের বন্ধুদের জন্মদিন অনেক আনন্দে এবং স্মৃতিমধুর করে কাটানোর জন্য। আর আমাদের বন্ধুর জন্য জন্মদিনের মেসেজ গুলি আপনার বন্ধুত্ব কে আরো বাড়িয়ে দিতে পারে। আর এ সকল জন্মদিনের মেসেজগুলি দিয়ে আপনি খুব সহজেই আপনার বন্ধুদেরকে উইশ করতে পারেন।
  • আজ থেকে নতুন একটি পাতায় শুরু হোক তোমার জীবনের গল্প।শুভ জন্মদিন।স্বার্থক হোক তোমার বেঁচে থাকা।
  • সাফল্য আর ভালোবাসায় ভরা থাকুক তোর জীবন, আশীর্বাদ ও আন্তরিকতায় ভরে উঠুক আজকের এই দিনটি। শুভ জন্মদিন বন্ধু।


  • আলোকিত হোক ভবিষ্যৎ, প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে,সুখ দিয়ে পরিপূর্ণ হোক তোমার জীবন এই রইল কামনা।শুভ জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা।
  • মাঝে মাঝে ভাবি তোর জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত। আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ। যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে, শুভ জন্মদিন দোস্ত।
  • জীবনের সবথেকে ভালো একটি উপহার হলো একটি ভালো বন্ধু পাওয়া যা সবাই পায়না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ, শুভ জন্মদিন বন্ধু।
  • তোমার মতো বন্ধু কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়, তাই আশা করছি তোমার জন্মদিনের খুশি এবং মুহূর্তগুলোও তোমার কাছে অমূল্য হবে।
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, বেঁচে থাকো আরো হাজার বছর। বিঃদ্রঃ এই শুভ দিনে একটি ট্রিট পাওনা থাকে। চাইলে তুই নিজ ইচ্ছায় দিতে পারিস, না হলে আমাদের কেই অন্য পথ অবলম্বন করতে হবে।
  • কখনই ভাবিস না তুই একা। আমি সবসময় তোর পাশে দাঁড়িয়ে গাছের মতো ছায়া দিয়ে আছি। শুভ জন্মদিন, প্রিয়।
  • প্রতিটি পদক্ষেপ, যেখানে তুমি আমার সাথে ছিলে, তা ছিল সুখকর ও আনন্দ-দায়ক। তোমার বিপদে-আপদে পাশে দাঁড়াবো এটাই আমার প্রতিজ্ঞা। “শুভ জন্মদিন” বন্ধু এরই মধ্য দিয়ে আমার ইচ্ছা পোষন করলাম।
  • তোমার সাথে আরো পথ চলা , ও বছরের পর বছর সময় কাটানোর জন্য আমি রাজি আছি। তাইতো তোমার প্রত্যেকটি জন্মদিনের অপেক্ষায় বসে থাকি। শুভ জন্মদিন বন্ধু। এই দিনটি তোমার জন্য অনেক স্পেশাল।
  • সূর্যের মত উজ্জ্বল হও, হও সাগরের মত চঞ্চল;আকাশের মত উদার হও,হও ঢেউয়ের মত উচ্ছল।শুভ জন্মদিন।


ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা (Birthday Message For Brother):

  • বড় ভাইয়া তোমার জীবনে আজ সর্বশ্রেষ্ঠ একটি দিন এই দিনটিতে তুমি পৃথিবীতে এসেছিলে আমাদের পরিবারকে আগলে রাখার জন্য হয়তোবা সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল বলেই তোমার মত একটা বড় ভাইকে আমি পেয়েছি আমাদের পরিবার পেয়েছে তোমার মত একটা বড় সন্তান এই আনন্দঘন দিনে আমাদের সবার পরিবারের পক্ষ থেকে তোমার অনেক শুভকামনা। তোমার জীবনে সব আশা পূর্ণ হোক এই কামনা করি সারা জীবন তুমি সুখী হয়ে থেকো শুভ কামনা রইল “শুভ জন্মদিন” ভাইয়া ভালো থেকো।
  • আজকে একটি উপযুক্ত দিন তোমায় বলার জন্য যে তুমি আমার জীবনে একজন অসাধারণ নারী। যে আমার জীবনকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
  • “শুভ জন্মদিন “ভাইয়া আজ তোমার একটি বিশেষ দিন, দোয়া করি এই দিনটি তোমার জীবনে শুভ বার্তা বয়ে আনুক এই দিনে তোমাকে পৃথিবীতে সৃষ্টিকর্তা না পাঠালে হয়তোবা তোমার মত একজন গুরুজন বড় ভাই পেতাম না, সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেক দোয়া করি তোমার সব সময় সুস্থ ও সুন্দর জীবন কামনা করি শুভকামনা “শুভ জন্মদিন” ভাইয়া ভালো থেকো সুস্থ থেকো চিরদিন।
  • শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই স্পেশাল দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
  • প্রতিটি জন্মদিন একটি নতুন শুরুর ইঙ্গিত। কামনা করি তোমার জন্মদিন তোমার জীবনে যেন একটি নতুন সূচনা করে। শুভ জন্মদিন ভাই।
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার। শুভ জন্মদিন।


বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা (Birthday Messages for Girlfriend):

  • কোন রাজার সিংহাসন থেকে নয়, হিমালয়ের পাদদেশ থেকে নয়। ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুঠির থেকে জানাই শুভ জন্মদিন।


  • পূর্ণতায় ভরে যাক আমার জীবনে তোমার মত বান্ধবীকে না পেলে হয়তো বা বুঝতামই না বান্ধবী কি জিনিস। তোমাকে পাশে পেয়ে আমি অনেক অনেক খুশি। ভালো থেকো।
  • “তোর জন্য ভালোবাসার লক্ষ..গোলাপ জুঁই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। ~শুভ জন্মদিন প্রিয়~”
  • সকালের হিমেল হাওয়ার মত ভরে যাক তোমার মন। তোমার প্রাণোচ্ছল জীবন পূর্ণতায় ভরে যাক এই শুভ দিনে এটাই চাওয়া বান্ধবী ভালো থেকো শুভ জন্মদিন।
  • “চোখ খুলি বা বন্ধ করি তুমিই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কি এমনি ভালবাসো? ~শুভ জন্মদিন প্রিয়তমা~”
  • তোমার মতো একটা বন্ধু থাকা জীবনে কতটা যে জরুরী তুমি না থাকলে হয়তো বা বুঝতে পারতাম না বান্ধবী। হয়তোবা জানতামই না যে বন্ধুর এতটাই মূল্য ভালো থেকো এই দিনে এই শুভ ক্ষনে তোমার জীবনের প্রতিটি দিন অনাবিল আনন্দে ভরে উঠুক শুভ জন্মদিন বান্ধবী।

এই ছিল আমাদের আজকের টিউন। আশা করছি আপনার ভালো লেগেছে। আপনি আপনার পছন্দের স্ট্যাটাসটি কপি করে অথবা পছন্দের ছবিটি ডাউনলোড করে নিয়ে প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই টিউনে প্রকাশ করা স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন।